Vicious Shred

Born from a passion and energy of heavy metal, to traverse the odyssey unto itself.

Reaction for Averse’s song “Hey” with a great thrashy bass solo!

Lyrics

আকাশে বাতাসে ধুলো জমা
রক্তের পথে পাড়া দিয়ে বলে
তোরা যে ভৃত্তের মতো পড়ে থাক
মাটিতে পেটে লাথি মেরে চলে

ধূসর এই জগৎে কোনো দাম নেই
নগদে বাকিতে
রাস্তার গলিতে তারা মজা নেয়
চিন্তায় হাসিতে

মাথা তুলে আজ যদি একবার একসাথে গর্জে উঠি জোড়ে...

হেই।
হুট।
হেই।

স্বপ্নের বুকেতে কালি পড়া
নষ্ট চেতনায় শুধু চিৎকার
হাসিতে ভণিতা লেগে থাকে বুকে হিংসার আগুনে পুড়ে ছারখার

বুদ্ধির ভান্ডার সব মাথাতে
অভাবে স্বভাবে
মনেতে চোখেতে সেরা ভাবসাব
ভেতরে ফাকা হাঁট

মাথা তুলে আজ যদি একবার একসাথে গর্জে উঠি জোড়ে...

হেই।
হুট।
হেই।

তোর যত স্বভাবের ঘৃনা রাগ
জগৎের সেরা দেখ কত ভাব
মনে তোর অহংকার কি দেমাগ
তাও মানি তোর কথা তোর অভাব


মাথা তুলে আজ যদি একবার একসাথে গর্জে উঠি জোড়ে...

হেই।
হুট।
হেই।

Leave a comment